Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ এএম

মোহাম্মদপুরে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে তৌহিদুল ইসলাম সিয়াম (২২)  নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার সকালে নূরজাহন রোডের বাসা থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। 

সিয়াম ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্র ছিলেন। থাকতেন ফজলুল হক মুসলিম হলে।

গতকাল সন্ধ্যায় সিয়ামকে কেরানীগঞ্জে দাফন করা হয়েছে। সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তিনি করোনাভাইরাস মহামারীর সময় মা-বাবার সঙ্গে মোহাম্মদপুরে তাদের বাসায়ই ছিলেন।

পরিবারের বরাতে মোহাম্মদপুর থানার ওসি মো. আবদুল লতিফ যুগান্তরকে বলেন, সিয়াম তার রুমে রাতে একা ঘুমিয়েছিল। সকালে ডাকাডাকির পর দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। 

তবে সিয়াম কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ পরিবার জানাতে পারেনি বলে জানান তিনি। 

ঢাবি ছাত্র আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম