Logo
Logo
×

রাজধানী

শাহবাগে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

Icon

ঢাবি প্রতিনিধি 

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৬:৩৩ এএম

শাহবাগে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

ছবি-যুগান্তর

অতিরিক্ত ফি প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার সকালে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়। 

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার, বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি প্রত্যাহার, সেশনজট নিরসন, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।

আবু রাইহান নামের এক শিক্ষার্থী বলেন, করোনা মহামারীর মধ্যে অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় আছেন। কিন্তু অধিকাংশ বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলো সেটি বিবেচনা করছে না। বরং তারা অতিরিক্ত ফি আদায় করছে।

শিক্ষার্থী অবস্থান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম