Logo
Logo
×

রাজধানী

বিয়ের দাওয়াত খেতে গিয়ে যাত্রাবাড়ীতে প্রাণ গেল তার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৩ পিএম

বিয়ের দাওয়াত খেতে গিয়ে যাত্রাবাড়ীতে প্রাণ গেল তার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামের (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী সিএনজিচালক সাইদুল ইসলাম জানান, সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী যাত্রীবাহী উৎসব পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন‌।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

নিহতের পরিবারে বরাত দিয়ে এসআই আরও জানান, সাইনবোর্ড এলাকায় নিহতের বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। পরে সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। চাঁদপুর সদর থানার মৃত আমির খানের ছেলে সিদ্দিকুর নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার দুই কন্যাসন্তান রয়েছে। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান ছিলেন।

বিয়ের দাওয়াত খেতে গিয়ে যাত্রাবাড়ী নিহত বাস ধাক্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম