Logo
Logo
×

রাজধানী

৫ টুকরা করে হত্যা: দুই স্বামীর ঘর করতেন সেই শাহানাজ!  

Icon

কাওসার মাহমুদ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩০ পিএম

৫ টুকরা করে হত্যা: দুই স্বামীর ঘর করতেন সেই শাহানাজ!  

যুবককে খুনের দায়ে গ্রেফতার শাহানাজ পারভিন। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে খুন হওয়া যুবকের বিবাহিত স্ত্রী ছিলেন খুনি শাহানাজ পারভিন। এমনই দাবি করেছেন ওই মামলার বাদী নিহত যুবকের খালু নজরুল ইসলাম। 

শুক্রবার বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গের সামনে যুগান্তরের কাছে এমন দাবি করেন তিনি। 

তিনি বলেন, নিহত সজিব হাসানের বাবা নেই। মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। ছেলে গত ১১ বছর থেকে ঢাকায় শাহানাজ পারভিন নামে এক নারীকে বিয়ে করে সংসার করছে- মাসহ আত্মীয় স্বজন সবাই এমনটি জানত। কিন্তু তিনি তার বক্তব্যের স্বপক্ষ্যে বিয়ের কাবিন বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারেননি। 

তার দাবি- শাহানাজ পারভিনকে বিবাহিত স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার নিজ বাড়ি ও গাইবান্ধার মালিকাবাদ খালার বাড়িতে বেড়াতে গেছেন। পরিবারের সবাই শাহানাজকে তাদের ছেলের বৌ হিসেবে জানতেন। গতকালই তারা শাহানাজের অন্য সংসার ও সন্তানের কথা জানতে পারেন বলে জানিয়েছেন।

নিহত সজিব হাসান ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার নারায়নকান্দি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন।

পুলিশ বলছে, শাহানাজ পারভিনের খোঁজ চেয়ে গত সোমবার ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্বামী জসিম উদ্দিন মজুমদার। সেখানে ঠিকানা দেয়া হয়েছে ৪৯/২ আর কে মিশন রোড। 

এদিকে মামলার জব্দ তালিকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি, শিল ও রক্তমাখা কাপড় আলামত হিসেবে দেখানো হলেও শাহানাজ পারভিন স্বামীর বাসা থেকে নিয়ে আসা স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও জামাকাপড় জব্দ তালিকায় দেখানো হয়নি। এসব মালামাল কি করা হয়েছে জানতে চাইলে ওয়ারী থানার পুলিশ পরিদর্শক অপারেশন মো. সাজ্জাদ রোমন বলেন, আসামির আত্মীয় স্বজনকে সকল মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, তদন্ত করে জানানো হবে।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ারী থানার এস আই সাইফুল ইসলাম জানান, আসামি শাহানাজ পারভিন দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মেজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। 

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আসামির সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা পয়সার জব্দ তালিকায় দেখানো হয়েছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, জব্দ তালিকায় অবশ্যই দেখানো হয়েছে। তবে যা কিছু হচ্ছে, তা আইন মেনে করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু বলা যাচ্ছে না। 
 
ওয়ারীর কে এম দাস রোডের ১৭/১ হোল্ডিং এর বাসার চতুর্থ তলার একটিবাসা থেকে বৃহস্পতিবার বিকালে সজিব হাসান (৩৫) নামের এক যুবকের লাশের পাঁচ টুকরা উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের টুকরার পাশে বসে থাকা শাহানাজ পারভিন (৫০) নামের এক নারীকে আটক করা হয়। ওই বাসাটি দুজনে স্বমী-স্ত্রী পরিচয়ে গত কয়েক মাস আগে ভাড়া নিয়েছিল।তখন থেকে শাহানাজ সজিবের বাসায় নিয়মিত থাকতেন। 

শাহানাজ নিহত সজিবের বাসায় বুটিকসের কাজ শিখছেন বলে তার ব্যবসায়ী স্বামীকে বলে যেতেন। ওই সংসারে দুই ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং একমাত্র মেয়ে কলেজে পড়েন বলে জানান স্থানীয়রা।

#ঘনিষ্ঠ সম্পর্কের পরই পরকীয়া প্রেমিককে ৫ টুকরা করেন শাহানাজ

রাজধানী ওয়ারী ৫ টুকরা করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম