কামরাঙ্গীরচরে ১১০০ দুস্থ পেলেন নগদ অর্থ সহায়তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মে ২০২১, ০৯:৩৩ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক মন্ত্রী অ্যাড. মো. কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের ১১০০ দুস্থ মানুষকে তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার এ তিনটি ওয়ার্ডের তিনটি স্থানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিবছর সংসদ সদস্য কামরুল ইসলাম উপস্থিত হয়ে নিজ বাসস্থান থেকে এ অর্থ বিতরণ করেন। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে তিনি অর্থ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজ যে ত্রাণ সহায়তা শুরু হলো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ত্রাণ সহায়তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুর আলমের তত্বাবধানে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় ৩০০ গরিব ও দুস্থকে তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। কাউন্সিলর নূরে আলম বলেন, করোনাকালীন এমপি সাহেবের এ নগদ অর্থ অনুদানে সাধারণ মানুষের মুখে ঈদ আনন্দ ফুটে উঠেছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা অ্যাড. মো. কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে ৪৫০ দুস্থ মানুষকে তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, এবারও নগদ অর্থ সাহায্য পেয়ে মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছে এবং এ সহায়তা পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী ও এমপির জন্য দোয়া করছেন। আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
৫৭নং ওয়ার্ডের আস্রাফাবাদ স্কুল প্রাঙ্গণে প্রায় ৫০০ পরিবারের মাঝে ৩০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিতরণকালে ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাদবর বলেন, আমরা কামরাঙ্গীরচরের ৫৭নং ওয়ার্ডে ইতিমধ্যে ৫০০ অসহায় দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। এছাড়া বিভিন্ন অনুদান ও সহায়তা আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার, কামরাঙ্গীরচর থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানসহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
