Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বৃষ্টির সময় খেলতে নেমে বজ্রপাতে শিশুর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:১৫ এএম

রাজধানীতে বৃষ্টির সময় খেলতে নেমে বজ্রপাতে শিশুর মৃত্যু

রাজধানীর মালিবাগে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সাবিনা পাখি (১০)।

জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় শিশুদের সঙ্গে খেলা করছিল সাবিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে আজিজ নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু সাবিনার বাসাও আবুল হোটেলের পেছনে বলে জানা গেছে। 

পথচারী আজিজ যুগান্তরকে বলেন, বজ্রপাতে শিশুটি আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই গোলাম কুদ্দুস যুগান্তরকে বলেন, বজ্রপাতে চৌধুরীপাড়ায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। 

বজ্রপাত শিশু মৃত্যু মালিবাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম