Logo
Logo
×

রাজধানী

ডেঙ্গিতে সব রেকর্ড ভেঙেছে শিশু হাসপাতাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১২:৪২ পিএম

ডেঙ্গিতে সব রেকর্ড ভেঙেছে শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল। ফাইল ছবি

করোনার মধ্যেই রাজধানীতে ডেঙ্গির প্রভাব বৃদ্ধি পেয়েছে।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে রেকর্ড ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭টি শিশু আইসিইউতে ভর্তি আছে।

শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গি রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।

জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।

ডেঙ্গি শিশু হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম