Logo
Logo
×

রাজধানী

কুড়িলে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:০০ পিএম

কুড়িলে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

লাশের প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল বারেক (৪৯)। 

ঢাকা রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আবদুল বারেক। নিহত বারেক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পাইকপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি গুলশান টেকপাড়া এলাকায় থাকতেন। গুলশান এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন তিনি।

কুড়িল রাস্তা ট্রেন ধাক্কা নিরাপত্তাকর্মী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম