Logo
Logo
×

রাজধানী

মাও সে তুংয়ের চীন আজ বিশ্বের কাছে উদাহরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

মাও সে তুংয়ের চীন আজ বিশ্বের কাছে উদাহরণ

চীন বিপ্লবের নেতা এবং আন্তর্জাতিক শ্রমজীবী মানুষের শিক্ষক মাও সে তুংয়ের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টারের সভাপতি এস এম কামালউদ্দীনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান লাল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রকৌশলী ও গবেষক আবদুস সোবহান, লেখক আসাদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক ড. আখতারুজ্জামান, রাজনীতিক ও গবেষক শরীফ শমসের, সেন্টারের সহসভাপতি সমর প্রসাদ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, একশত বছর আগেও চীন আমাদের চেয়ে পশ্চাৎপদ ছিল। কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি এবং মাও সে তুংয়ের নেতৃত্বে ১৯৪৯ সালের বিপ্লবের পর থেকে চীন আজ এত অগ্রগতি অর্জন করেছে যে এই দেশটি এখন সারা বিশ্বের অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে। তাই কমরেড মাও সে তুংয়ের শিক্ষা এবং চীন বিপ্লবের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

আলোচনা সভার আগে বির্বতন সাংস্কৃতিক গোষ্ঠী গণসংগীত পরিবেশন করে।
 

উদাহরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম