Logo
Logo
×

রাজধানী

সদরঘাটে লঞ্চে আগুন

Icon

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৫:৪৭ এএম

সদরঘাটে লঞ্চে আগুন

ছবি: যুগান্তর

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে। 

যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।

তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম যুগান্তরকে জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এর পর তা ছড়িয়ে যায়।

তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন।  বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন।  এ সময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। সেখানে লঞ্চের ইঞ্জিনরুমের কিছু হয়নি।   
 

লঞ্চ আগুন বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম