Logo
Logo
×

রাজধানী

গরমে স্বস্তি দিতে জাতীয় ইদগাহে থাকছে ৭০০ পাখা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২, ০১:০০ পিএম

গরমে স্বস্তি দিতে জাতীয় ইদগাহে থাকছে ৭০০ পাখা

প্রচণ্ড গরমের মধ্যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের স্বস্তি দিতে ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার এ তথ্য জানান। 

তিনি জানান, ঈদগাহে এসে মুসল্লিরা যেন গরমে কষ্ট না পায়, সেজন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮টায় সেখানে হবে দেশে ঈদের প্রধান জামাত।এবার সেখানে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে। 

বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে তেরপল, মাঠে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ থাকছে মোবাইল টয়লেট। এছাড়া বৃ্ষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক রাখার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান ওসি। 

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজারের বর্গমিটারের এই মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যও রয়েছে নামাজের ব্যবস্থা। এছাড়া জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। মাঠের চারদিকে ৪৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্রবেশ পথে পুলিশ ও র‌্যাবের দুটি কন্ট্রোলরুমও বসানো হয়েছে। 

গরম স্বস্তি দিতে জাতীয় ইদগাহ পাখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম