Logo
Logo
×

রাজধানী

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২২, ০৮:২১ পিএম

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. শিহাব (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব নারায়ণগঞ্জের খানপুর এলাকার বাসিন্দা ও খানপুর হাসপাতালের গাড়িচালক মো. সাইফুল ইসলাম মনিরের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। শিহাব তুলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের মামাতো ভাই মাসুদ করিম জানান, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইখালের দিক থেকে হানিফ ফ্লাইওভারে ওপরে উঠে। সেখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খেয়ে গুরুতর আহত হয়। পথচারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানিয়েছেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে শিহাবের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হানিফ ফ্লাইওভার মোটরসাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম