Logo
Logo
×

রাজধানী

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২২, ০৬:২৪ এএম

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় সোমবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এর দুই আরোহী নিহত হয়েছেন।

হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই সজিব যুগান্তরকে জানান, নিহত এক যুবকের নাম মো. ফাহিম (২০) বলে জানা গেছে।আরেকজনের নাম জানা যায়নি।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সজিব আরও জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুজনই মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।    

 

হাতিরঝিলে. মোটরসাইকেল. নিয়ন্ত্রণ হারিয়ে. দুই আরোহী নিহত.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম