Logo
Logo
×

রাজধানী

সিএমএম আদালতে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩২ পিএম

সিএমএম আদালতে আগুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে পাঁচটি ইউনিট পৌঁছেছে। ভবনে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে কাজ করতে সমস্যা হচ্ছিল।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান খালেদা ইয়াসমিন।

সিএমএম আদালত আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম