Logo
Logo
×

রাজধানী

থানা বিএনপির ৩ শীর্ষ নেতা গ্রেফতার

Icon

মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩২ পিএম

থানা বিএনপির ৩ শীর্ষ নেতা গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর মিরপুর থানা বিএনপির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (সোমবার) রাতে মিরপুর-১ নম্বর টোলারবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মিরপুর থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হাজী আ. মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু ও ২নং যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ভুঁইয়া। 

তাদের পরিবারের কয়েকজন সদস্য জানান, ‘গত ২৫ জানুয়ারি মিরপুর থানা বিএনপির নতুন কমিটি ঘোষিত হয়। এ উপলক্ষ্যে গতকাল (সোমবার) রাতে গ্রেফতার তিন শীর্ষ নেতা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান চলাকালে পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে।’

এই তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু। নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। 

দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আগেই বিস্ফোরক আইনে একটি মামলা ছিল। ওই মামলায় গতকাল তাদের গ্রেফতার করা হয়েছে।

থানা বিএনপি শীর্ষ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম