Logo
Logo
×

রাজধানী

সিদ্দিক বাজার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:০০ পিএম

সিদ্দিক বাজার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

রাজধানী গুলিস্তানে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নাম মো. জাহান সরদার সেলিম (২০)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

মারা যাওয়া জাহান সরদার ঢাকার নবাবগঞ্জের দোহার ডি এন কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন নবাবগঞ্জ থেকে বাসে এসে গুলিস্তানে নামে। পরে নিজ বাড়ি যাত্রাবাড়ীর উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন। 

রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

সিদ্দিক বাজার বিস্ফোরণ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম