সড়কে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ২২:২৮:৩২ | অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। নিহতের পরনে ছিল কালো ট্রাউজার ও কালো হাফ ছাপা গেঞ্জি।
শুক্রবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজধানী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টায় মারা যান তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশনের সামনে যুবককে রক্তাক্ত অবস্থায় পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইয়ের মাধ্যমে লাশের আঙুলের চাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সড়কে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। নিহতের পরনে ছিল কালো ট্রাউজার ও কালো হাফ ছাপা গেঞ্জি।
শুক্রবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজধানী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টায় মারা যান তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশনের সামনে যুবককে রক্তাক্ত অবস্থায় পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইয়ের মাধ্যমে লাশের আঙুলের চাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।