ট্রাকচাপা দিয়ে প্রতিবন্ধী সিএনজি চালককে হত্যা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ০৩:০৩:৫৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর ডেমরায় মো. সুজন (৪০) নামে এক প্রতিবন্ধী সিএনজি চালককে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে ট্রাকের চালক। এ সময় ট্রাক চালক দ্রুত সুলতানা কামাল ব্রিজ দিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব এলাকায় পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় দুই মোটরসাইকেল চালক ওই ট্রাকের পিছু নিয়ে ডেমরা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাকের হেলপার মাসুদ রানাসহ (১৮) ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে স্টাফ কোয়াটার বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ট্রাক চালক সাইফুল (৩০) পালিয়ে যায়। ঢাকা টঙ্গী এলাকায় সাইফুল বসবাস করলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। হেলপার মো. মাসুদ রানা খাগড়াছড়ি রামগড় থানার থলিপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
নিহত সুজন নওগাঁর সদর থানার শেরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ডেমরার বামৈল এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। তার ডার পা ভাঙা। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন। এদিকে সুরতহাল শেষে ডেমরা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় শুক্রবার বিকালে।
ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, যাত্রাবাড়ীর দিক থেকে আসা তারাবগামী ট্রাক সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দিলে সুজন সিএনজি থেকে নেমে ট্রাকের সামনে আসেন। এ সময় সিএনজির বাম্পার ভেঙে যাওয়ায় চালক তার ক্ষতিপূরণ চাইতেই ট্রাকটির চালক সাইফুল ট্রাক চালানো শুরু করে। এতে সুজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের টিআই জিয়া উদ্দিন খান বলেন, প্রত্যক্ষদর্শী আসিয়ান বাসের চালকের সহযোগিতায় রূপগঞ্জের তারাব সুবর্ণ ভেজিটেবল অয়েল কোম্পানির ভেতর থেকে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকচাপা দিয়ে প্রতিবন্ধী সিএনজি চালককে হত্যা
রাজধানীর ডেমরায় মো. সুজন (৪০) নামে এক প্রতিবন্ধী সিএনজি চালককে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে ট্রাকের চালক। এ সময় ট্রাক চালক দ্রুত সুলতানা কামাল ব্রিজ দিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব এলাকায় পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় দুই মোটরসাইকেল চালক ওই ট্রাকের পিছু নিয়ে ডেমরা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাকের হেলপার মাসুদ রানাসহ (১৮) ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে স্টাফ কোয়াটার বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ট্রাক চালক সাইফুল (৩০) পালিয়ে যায়। ঢাকা টঙ্গী এলাকায় সাইফুল বসবাস করলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। হেলপার মো. মাসুদ রানা খাগড়াছড়ি রামগড় থানার থলিপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
নিহত সুজন নওগাঁর সদর থানার শেরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ডেমরার বামৈল এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। তার ডার পা ভাঙা। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন। এদিকে সুরতহাল শেষে ডেমরা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় শুক্রবার বিকালে।
ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, যাত্রাবাড়ীর দিক থেকে আসা তারাবগামী ট্রাক সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দিলে সুজন সিএনজি থেকে নেমে ট্রাকের সামনে আসেন। এ সময় সিএনজির বাম্পার ভেঙে যাওয়ায় চালক তার ক্ষতিপূরণ চাইতেই ট্রাকটির চালক সাইফুল ট্রাক চালানো শুরু করে। এতে সুজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের টিআই জিয়া উদ্দিন খান বলেন, প্রত্যক্ষদর্শী আসিয়ান বাসের চালকের সহযোগিতায় রূপগঞ্জের তারাব সুবর্ণ ভেজিটেবল অয়েল কোম্পানির ভেতর থেকে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।