নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ১০ আসনও পাবে না

 যুগান্তর প্রতিবেদন 
১৮ মার্চ ২০২৩, ০৯:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গণতানি্ত্রক জোটের নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ বক্তারা এ মন্তব্য করেন।

এ সময় সমাবেশে সমমনা পেশাজীবী গণতানি্ত্রক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার প্রমুখ।

সমমনা পেশাজীবী গণতানি্ত্রক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, এই অবৈধ সংসদ ভেঙে একটি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দেশব্যাপী দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণ নেৌকাকে চিরতরে ডুবিয়ে দেবে।

জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, এই নিশিরাতের বাকশালী সরকারের পতনের ধ্বনি শোনা যাচ্ছে। সুপ্রিমকোর্ট বার ও ঢাকা বারের নির্বাচনে তাদের নজিরবিহীন ভোট ডাকাতি প্রমাণ করেছে∏আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এই অবৈধ সরকারের অধীনে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন