Logo
Logo
×

রাজধানী

দগ্ধ হয়ে সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর মারা গেলেন মা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৩:০৩ পিএম

দগ্ধ হয়ে সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর মারা গেলেন মা

নারায়ণগঞ্জের মাসদাইর একটি ১০ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম (২৪) মারা গেছেন। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মারা গেলেন কুলসুম।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। সম্প্রতি ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের ছেলে। এরপর দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

১৩ মার্চ বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুমের সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মা কুলসুম মারা গেলেন। 

দগ্ধ সন্তান জন্ম মারা মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম