Logo
Logo
×

রাজধানী

সামর্থ্যহীন রোজাদারদের মধ্যে এবি পার্টির ইফতার বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম

সামর্থ্যহীন রোজাদারদের মধ্যে এবি পার্টির ইফতার বিতরণ

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘মানুষের দুঃখ দুর্দশা এত চরম মাত্রায় পৌঁছেছে যে তারা আজ হিতাহিত জ্ঞানশূন্য। এটা একটা সমাজের জন্য চরম অশনি সংকেত। অবৈধ ক্ষমতার চূঁড়ায় দাঁড়িয়ে সরকার চোখ বুজে জনগণের কান্নাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতি আর বেশী দিন চলবে না। জনগণের এই কান্না ও ক্ষোভ অচিরেই বিদ্রোহে পরিণত হবে। তখন আর কেউ রক্ষা পাবে না।’

শনিবার বিকালে রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রোজাদারদের সম্মানে এবি পার্টির মাসব্যাপী গণইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে শতাধিক সামর্থ্যহীন রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচাসহ আশপাশ এলাকার রোজাদারেরা একসঙ্গে বসে ইফতার করেন। 

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জুর সভাপতিত্বে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ মুফাস্সির পরিষদের যুগ্ম মহাসচিব নয়াটোলা মধুবাগ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাওলানা মো. এমরানুল হক। 

কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রুহুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

এবি পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম