পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, ৩ মাদক কারবারি গ্রেফতার
তুরাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধারকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- আব্দুর রউফ, মো. রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি লাঠি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তুরাগ থানায় শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার তুরাগের ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে কয়েকজন মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছিলেন- এমন তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের মধ্যে আব্দুর রউফ নামে একজন ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিলেন। রউফ পানির ট্যাংকের আড়াল থেকে বের হয়ে এসআই শাহিনুরকে ছুরি দিয়ে বুকে জখম করে পালিয়ে যান। পরে এসআই শাহিনুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ডিসি মোর্শেদ আরও বলেন, গ্রেফতার হওয়া ও পলাতক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তুরাগ এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
