Logo
Logo
×

রাজধানী

যুদ্ধ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

ভাটারা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৮:৪৭ পিএম

যুদ্ধ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

হানিফ বাংলাদেশি। ছবি: যুগান্তর

রাজধানীর গুলশানের জাতিসংঘ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হানিফ বাংলাদেশি নামক এক যুবক।  সোমবার সকাল ১০টায় এককভাবে অবস্থান শুরু করে ১২টায় শেষ করেন তিনি।  

পরবর্তীতে জাতিসংঘ অফিসে।জাতিসংঘ মহাসচিব বরাবর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কার্যকর উদ্যোগের পক্ষে একটি চিঠি হস্তান্তর করেন হানিফ বাংলাদেশি।   

এই বিষয়ে হানিফ বাংলাদেশি যুগান্তরকে বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে, মানবতা ধ্বংস হচ্ছে।  যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশে থাকা জাতিসংঘ অফিসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে আমি।  পরে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছি।  

তিনি আরও বলেন, আমি এই যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশ থেকে জাতিসংঘ সদর দপ্তর অভিমুখে একক লংমার্চ করতে চাই।  এই ব্যাপারে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানাব। 

হানিফ বাংলাদেশি জাতিসংঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম