Logo
Logo
×

রাজধানী

বাড্ডায় মিষ্টির দোকানে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০১:৩৩ পিএম

বাড্ডায় মিষ্টির দোকানে আগুন

রাজধানীর মধ্য বাড্ডায় পোস্ট অফিসের গলির একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিষ্টির দোকানে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলিতে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মিষ্টির দোকানের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে মিষ্টির দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাড্ডা মিষ্টি আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম