|
ফলো করুন |
|
|---|---|
সাভার কাউন্দিয়া এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত মো. আব্দুল জলিল (৫৫) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ । সোমবার রাতে গ্রেফতার করা হয় তাকে। এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
জানা গেছে, সোমবার রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুব্রত দাস কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হন।
এর আগে এ মাদক ব্যবসায়ী আব্দুল জলিলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা রয়েছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামী আব্দুল জলিলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
