Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থসাউথের শিক্ষার্থী নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১১:১২ এএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থসাউথের শিক্ষার্থী নিহত

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক  শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি এমএম মোর্শেদ (পিপিএম)।

তিনি বলেন, পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালক শামিম ও পাঠাওচালকসহ তিনজনকে আটক করে লালবাগ থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

রাজধানী দুর্ঘটনা নর্থ সাউথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম