যমুনা ফিউচার পার্কে কিউরিয়াস শোরুমের উদ্বোধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে শনিবার দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াসের শোরুম উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান শাহাদাত হোসেন কিরন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসেন, পরিচালক নিলুফার হোসেন, মৌ হোসেন, কাশিফ এস হোসেন এবং প্রধান পরিচালন কর্মকর্তা বিশ্বজিৎ রয়। উদ্বোধন শেষে ওয়েস্ট কোর্টে ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে কিউরিয়াস ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করেন দেশের খ্যাতনামা মডেলরা।
কিউরিয়াস ব্র্যান্ডের রিটেইল অপারেশন ম্যানেজার ইলিয়াস হাসান সিজেন বলেন, রপ্তানি খাতে ডেকো লিগ্যাসি গ্রুপের সাফল্যের ধারাবাহিকতায় দেশীয় ব্র্যান্ড হিসাবে কিউরিয়াসের যাত্রা শুরু হয়। অল্প কিছু দিনের মধ্যে ক্রেতাদের ভালো সাড়া পাওয়া গেছে। যমুনা ফিউচার পার্কসহ বনানী, মিরপুর, বসুন্ধরা সিটি ও ধানমন্ডিতে কিউরিয়াস ব্র্যান্ডের শোরুম রয়েছে।
