Logo
Logo
×

রাজধানী

প্রাইভেট কারের মধ্যে অচেতন তরুণী, পালানোর চেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০২:৫৯ এএম

প্রাইভেট কারের মধ্যে অচেতন তরুণী, পালানোর চেষ্টা

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মোড়ে একটি কালো রঙের প্রাইভেট কার থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে যানজটের কারণে সেটি আটকা পড়ে।

রোববার রাত পৌনে ৯টার দিকে গাড়িটি রামপুরা থেকে মালিবাগের পথে আসছিল। চৌধুরীপাড়া মোড়ে এসে যানজটের কারণে সেটি আটকা পড়ে। পরে ওই গাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আর তরুণ চালককে নেওয়া হয় হেফাজতে। মেয়েটিকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই তরুণ ও তরুণী দুজনই এখন সুস্থ আছেন বলে পুলিশের খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে দুজনকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

তবে তরুণ-তরুণীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণ-তরুণী ঢাকার কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তাদের বয়স ২৪-২৫ বছর হবে। 

উপকমিশনার রাশেদুল বলেন, আমরা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু সে অ্যাবনরমাল আচরণ করছে। একই অবস্থা মেয়েটির। বিস্তারিত পরে জানা যাবে।

প্রাইভেট কার তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম