Logo
Logo
×

রাজধানী

বেতন গ্রেড বৈষম্য নিরসন ও দ্রুত পদোন্নতির দাবি শিক্ষকদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৭:৪৪ পিএম

বেতন গ্রেড বৈষম্য নিরসন ও দ্রুত পদোন্নতির দাবি শিক্ষকদের

ছবি: যুগান্তর

বেতন গ্রেড বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপগ্রেড, অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্রুত পদোন্নতি প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৯ম পে-কমিশন গঠন, ২০ গ্রেড থেকে ১০ গ্রেডে বেতন নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল একধাপ উন্নীত করেন। কিন্তু দুঃখের বিষয় প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বিভিন্ন জটিতলায় এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, এমনকি ১৯৯৪ সাল থেকে প্রধান শিক্ষকদের এবং ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে। তাই ২০১৯ সালের নিয়োগ বিধি বাতিল করে নতুন নিয়োগ বিধি প্রণয়ন করে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

বেতন গ্রেড বৈষম্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম