Logo
Logo
×

রাজধানী

বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নিয়ে যা বললেন রাষ্ট্রদূত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক নিয়ে যা বললেন রাষ্ট্রদূত

অনুষ্ঠানে বক্তব্য দেন থাই রাষ্ট্রদূত

থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার সুসম্পর্ক বিরাজ করছে বলে উল্লেখ করেছেন থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। শুক্রবার এশিয়া মেডিকেয়ার গ্রুপ (এএমসি) বাংলাদেশের আয়োজনে হোটেল আমারিতে মেডিকেল ট্যুরিজম সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএমসি'র চেয়ারম্যান মিস থানাপন ও এএমসি বাংলাদেশের ডিরেক্টর হাসিব হলি৷

সেমিনারে  থাইল্যান্ডের স্বনামধন্য পায়াথাই-১ হাসপাতাল তাদের বিশেষজ্ঞ ক্যান্সার ও অর্থপেডিক চিকিৎসক টিম নিয়ে অংশগ্রহণ করে৷ পায়াথাই-১ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মিস তানউইমন এবং মি. ক্রাইনন উপস্থিত অতিথিদের ফ্রি মেডিকেল পরামর্শ দেন।

এর পর অতিথিদের মধ্যে র্যাফেল ড্র'র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্ক রাষ্ট্রদূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম