Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডিতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৮:৩২ পিএম

ধানমন্ডিতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে লালচাঁন চকদার (৪২) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত লালচাঁন চকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর রোডে ব্রিজের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত লালচাঁন জানান, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর পুরাগাছা গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর হাজারীবাগ বটতলা জানে আলম কমিউনিটি সেন্টারের পাশে থাকেন। বেশিরভাগ সময় রাতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চালান তিনি।

তিনি জানান, সোমবার ভোরে ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুই ব্যক্তি তার রিকশায় ওঠেন। এর কিছুক্ষণ পরই চাকু বের করে রিকশা থামাতে বলেন তারা। রিকশা থামাতে দেরি হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাড়ে একটি আঘাত করা হয়। লালচাঁন রিকশা থেকে পড়ে গেলে তখন তার দুই হাতে ছুরিকাঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় বাসায় পৌঁছলে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। 

এ বিষয়ে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ধানমন্ডি চালক ছুরিকাঘাত অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম