Logo
Logo
×

রাজধানী

খিলগাঁওয়ে রিকশাচালকের লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:৩৮ পিএম

খিলগাঁওয়ে রিকশাচালকের লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় একটি বাড়ির নিচতলার দরজা ভেঙে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুস সালাম (৭৫)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। 

খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা সোমবার বিকালে জানান, বেলা ১১টার দিকে খিলগাঁও নন্দীপাড়া নেওয়াজবাগ এলাকার একটি বাড়ির নিচতলার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। গত দুই মাস আগে তিনি রুমটি ভাড়া নিয়েছিলেন।

ধারণা করা হচ্ছে- অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

রিকশাচালক লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম