Logo
Logo
×

রাজধানী

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৯:৫৮ পিএম

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই তুহিন মিয়া বলেন, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় একটি বেপরোয়া বাস পথচারী মিরাজ মিয়াকে পেছন থেকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মিরাজ একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি চাঁদপুরের লোকমান মিয়ার ছেলে। 

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ২টায় যাত্রাবাড়ীর মাতুয়াইলের হাসেম সড়কে যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই যাত্রী সেলিম ও সাদ্দাম রাস্তায় পড়ে যান। তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিচিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

সেলিম নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার পরিচিত এক বাসচালক মো. সজীব। তিনি বলেন, সেলিম পেশায় বাসচালক আর সাদ্দাম তার সহকারী হিসেবে কাজ করেন। রাতে বাস বন্ধ করে তারা যাত্রাবাড়ী থেকে শনিরআখড়ার বাসায় ফিরছিলেন। সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

সড়ক দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম