Logo
Logo
×

রাজধানী

শিশুদের হৃদরোগ চিকিৎসায় একসঙ্গে কাজ করার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ এএম

শিশুদের হৃদরোগ চিকিৎসায় একসঙ্গে কাজ করার আহ্বান

বাংলাদেশে শুধু প্রাপ্তবয়স্করাই নয় শিশুরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে। সময়মতো চিকিৎসা করালে এই সমস্যার সমাধান মেলে। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে।

এভারকেয়ার হাসপাতাল (ঢাকা)-এর পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ সুবিধাবঞ্চিত শিশু হৃদরোগীদের পাশে দাঁড়িয়েছে।

বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (ঢাকা) আয়োজিত পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে পেশেন্ট ফোরামে সংশ্লিষ্টরা এ সব কথা বলেন।

স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদ্বীপ চাস্কার। বিভাগের বর্ণনা দেন হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শিশির মোড়ল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আরিফ মাহমুদ।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম