শিশুদের হৃদরোগ চিকিৎসায় একসঙ্গে কাজ করার আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ এএম
বাংলাদেশে শুধু প্রাপ্তবয়স্করাই নয় শিশুরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে। সময়মতো চিকিৎসা করালে এই সমস্যার সমাধান মেলে। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে।
এভারকেয়ার হাসপাতাল (ঢাকা)-এর পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ সুবিধাবঞ্চিত শিশু হৃদরোগীদের পাশে দাঁড়িয়েছে।
বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (ঢাকা) আয়োজিত পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে পেশেন্ট ফোরামে সংশ্লিষ্টরা এ সব কথা বলেন।
স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদ্বীপ চাস্কার। বিভাগের বর্ণনা দেন হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শিশির মোড়ল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আরিফ মাহমুদ।