Logo
Logo
×

রাজধানী

ডেমরায় নির্মাণাধীন ভবনে অজ্ঞাত তরুণীর লাশ

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

ডেমরায় নির্মাণাধীন ভবনে অজ্ঞাত তরুণীর লাশ

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের লিফটের জায়গা থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ১৮ বছর। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগের আপন ঘর নামে ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মোল্লা বলেন, মেয়েটির জাতীয় পরিচয়পত্র সম্ভবত হয়নি। তাই আঙুলের ছাপের মাধ্যমেও পরিচয় শনাক্ত হয়নি। শনাক্তের জন্য কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রাথমিকভাবে মৃত্যুর কারণও জানা যায়নি। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল কালো প্রিন্টের সালোয়ার কামিজ। 

এদিকে সুরতহাল শেষে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। 

ডেমরা নির্মাণাধীন ভবন অজ্ঞাত তরুণী লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম