Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুইজনের। আর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান এক আরোহী। 

শুক্রবার সকালে রাজধানীর বড় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সকাল সোয়া ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই হারুন অর রশিদ জানান, আব্দুল লতিফের বাড়ি নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে। মগবাজার ডাক্তার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শুক্রবার সকালেও বাসা থেকে হাঁটতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আবির হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আবির অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সপরিবার খিলগাঁওয়ের শাহী মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। 

আবিরকে উদ্ধারকারী পথচারী আবু সাঈদ জানান, খিদমাহ হাসপাতালের সামনে তারা কয়েকজন দাঁড়িয়েছিলেন। তখন আবির মোবাইল ফোনে কথা বলছিলেন আর রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসছিল। ট্রেন আসতে দেখে অনেকেই চিৎকার করে আবিরকে সরে যেতে বলেন; কিন্তু তিনি রেললাইন থেকে সরেননি। এতে তিনি ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সেখানে আবিরের খালাতো ভাই জাকির হোসেন এসে তার লাশ শনাক্ত করেন। জাকির হোসেন জানান, আবিরের বাড়ি মাদারীপুরের কুমড়াখালী গ্রামে। তার বাবার নাম চান মিয়া ব্যাপারী।

এদিকে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মুগদায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা লেগে চালক নিহত হন। তার নাম মো. ইমন খন্দকার (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফারুক হোসেন (৪০)। ইমন খন্দকার ও ফারুক হোসেন দুজনেই ট্রাক মালিক। দক্ষিণ মান্ডা এলাকায় তাদের বাসা। ইমন খন্দকারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আর আহত ফারুক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 

রাজধানী দুর্ঘটনা তিনজন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম