মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় একটি ভবনের সাততলা থেকে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মো. বায়েজিদ (২২)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী রায়হান জানান, তারা মোহাম্মদপুরের লালমাটিয়া ‘কে’ ব্লকে একটি সাততলা ভবনে এসির কাজ করছিলেন। হঠাৎ বায়েজিদ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বায়েজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদারকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
