Logo
Logo
×

রাজধানী

চাঁদপুরের সেরা ইলিশ রেসিপি উৎসব স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম

চাঁদপুরের সেরা ইলিশ রেসিপি উৎসব স্থগিত

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুরের সেরা ইলিশ রেসিপি উৎসব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত ইলিশ রেসিপি উৎসব কমিটির এক জরুরি সভায় অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আয়োজকরা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চাঁদপুরের ইলিশের রেসিপি উৎসব আগামী ১১ নভেম্বর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আনা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদেরকে। কিন্তু গত কয়েকদিন থেকে দেশে রাজনৈতিক নানা কর্মসূচির ফলে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। এ অবস্থায় ১১ নভেম্বর অনুষ্ঠান সম্পন্নে চাঁদপুর থেকে রেসিপি প্রতিযোগীদের আসা-যাওয়া কষ্টসাধ্য হ‌ওয়ার আশঙ্কা থেকে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। 

ঢাকা ক্লাবে শুক্রবারের জরুরি সভায় সভাপতিত্ব করেন ইলিশ রেসিপি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মিনহাজ মান্নান ইমন। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তার, ইলিশ রেসিপি উৎসব ২০২৩ এর উদযাপন কমিটির সদস্য সচিব ও যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক, কমিটির যুগ্ম আহ্বায়ক সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশসহ চাঁদপুর উইমেন চেম্বারের সদস্যরা। 

অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে জানানো হয়, চাঁদপুরের সেরা ইলিশ রেসিপি উৎসব অনুষ্ঠানটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে করা হবে। 

এর আগে রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঢাকায় ইলিশ রেসিপি উৎসব করার বিষয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই উৎসবের মূল আয়োজনে রয়েছে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর অংশ হিসেবে গত ৭ অক্টোবর চাঁদপুরে জুরিবোর্ডের যাচাই-বাছাইয়ের পর সেরা ইলিশ রেসিপির জন্য দশজন প্রতিযোগীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।

চাঁদপুর সেরা ইলিশ রেসিপি উৎসব স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম