Logo
Logo
×

রাজধানী

গাজায় শিশু হত্যা বন্ধে বিশ্বনেতাদের ভূমিকা চায় খেলাঘর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৫:৪১ এএম

গাজায় শিশু হত্যা বন্ধে বিশ্বনেতাদের ভূমিকা চায় খেলাঘর

জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ অধিবেশন ডেকে গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর। সেই সঙ্গে মানবতাবিরোধী এই অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ গোটা পৃথিবীর সকল মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনটির নেতারা। 

পাশাপাশি গাজায় শিশুসহ আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি সংগঠনের নেতাদের।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসন বন্ধ কর-গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন পর্যন্ত গাজায় শিশু মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। হাসপাতাল, আবাসিক এলাকা থেকে শুরু করে সব স্থানে হামলা করে পুরো অঞ্চলকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার বিকল্প নেই। আমরা চাই পৃথিবীর সব শিশু মুক্ত পরিবেশে হাসার সুযোগ পাক। তারা ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি প্রবীর সরদার, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ, হাসান তারেক, হান্নান চৌধুরী, শফিকুর রহমান শহীদ, সুনীল সরকার, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, প্রবীর সাহা, সাংবাদিক অশোকেশ রায়, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আবদুল মান্নান, সুজন মজুমদার, শিল্পী সাহা, শামীম সিকদার ও কুলসুম আক্তার জান্নাত প্রমুখ।
 

গাজা শিশু হত্যা খেলাঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম