Logo
Logo
×

রাজধানী

পল্টনে যাত্রীবাহী বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

পল্টনে যাত্রীবাহী বাসে আগুন

ছবি-সংগৃহীত

রাজধানীর পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রীরা জানান, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভান।

এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস ও মতিঝিল এলাকায় অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অবরোধ বাস আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম