Logo
Logo
×

রাজধানী

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিজনেস কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ০৪:৪৫ পিএম

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিজনেস কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত

পদক্ষেপের অনুষ্ঠানে বক্তারা

বাংলাদেশের অন্যতম জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যান ২০১৭-১৮ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৮-২০১৯ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রিং রোডে অবস্থিত টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

পদক্ষেপের নিবার্হী পরিষদ সদস্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। 

কর্মশালার কার্যকরী সেশনে ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোনভিত্তিক ২০১৭-১৮ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৮-১৯ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। 

এছাড়া মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতাকে সামনে রেখে তাদের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।

কর্মশালার দ্বিতীয় দিনে সমাপনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবার্হী পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এইচ এম সাদিকুল হক।  

নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক মো. সালেহ্ বিন সামস, উপপরিচালক, বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং মাঠপর্যায়ে কর্মরত জোনাল, এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজাররা।

মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সেরা ৩টি ব্রাঞ্চ, ১৩টি জোনের সেরা ১৩টি ব্রাঞ্চ, ১৩টি জোনের শ্রেষ্ঠ ১৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা, রেমিটেন্স বৃদ্ধিকারী সেরা ব্রাঞ্চ, সঞ্চয় বৃদ্ধিকারী সেরা ব্রাঞ্চ ও হাওড় প্রকল্পের সেরা সিবিওকে পুরস্কৃত করা হয়। 

একই সাথে সম্মাননা প্রদান করা হয় সিটি ফাউন্ডেশন থেকে শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত পদক্ষেপের উপকারভোগী খালেদা আক্তারকে এবং পদক্ষেপে ২০ বছরের অধিক কর্মকাল অতিবাহিত করেছেন এমন ২ জন কর্মকর্তাকে।

উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ জেলায় ২৪৭টি ব্রাঞ্চ, ৪৮টি এরিয়া ও ১৩টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেবাপ্রদান করে আসছে। 

দারিদ্র্যবিমোচন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়।

পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম