Logo
Logo
×

রাজধানী

হাতিরপুলে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

হাতিরপুলে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাতিরপুলে গুরুতর জখম এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহকর্মীর নাম নাজমা খাতুন (১৬)। সে এক চিকিৎসকের বাসায় কাজ করত। 

শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, হাতিরপুলের মোতালেব প্লাজার অষ্টম তলার বাসা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার পর গুরুতর জখম অবস্থায় নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পুলিশ কর্মকর্তা বলেন, গৃহকর্মী নাজমার মৃত্যুরহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মেয়েটি এক চিকিৎসকের বাসায় কাজ করত। এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করার কাজ চলছে।
 

হাতিরপুল গৃহকর্মী মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম