Logo
Logo
×

রাজধানী

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে আহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে আহত ২

ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। 

বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে প্রবেশ করেন।

পথচারীরা জানান, রাস্তা লক্ষ্য করে আশপাশের কোনো ভবন থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে। দ্বিতীয় ককটেলটি ওপর থেকে রাস্তায় পড়তে দেখেছেন এক ব্যক্তি ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। 

ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম