Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে পাম্পে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

রাজধানীতে পাম্পে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম প্রকৌশলী আবুল খায়ের। 

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া দগ্ধ আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন। 

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. তরিকুল ইসলাস বলেন, একজন মারা গেছেন। শ্বাসনালি পুড়ে যাওয়ায় অপর চারজনের অবস্থাও সংকটাপন্ন। ইতিমধ্যে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার রাতে ওই পেট্রোল পাম্পে বিকট শব্দে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় পাম্পে আগুন ধরে গেলে ফিলিং স্টেশনের ৮ কর্মী আহত হন। 

রাজধানী পাম্প বিস্ফোরণ দগ্ধ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম