Logo
Logo
×

রাজধানী

মেট্রোরেলে ছিনতাই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:১৫ এএম

মেট্রোরেলে ছিনতাই

মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. ফরিদ ওরফে পাগলা জসিম নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার বিকালে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তাকে ধরে ফেলেন। পরে কারওয়ান বাজার স্টেশনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মোবাইল ফোন টান মেরে ছিনতাই করেন। কিন্তু ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করছে।’

তিনি বলেন, ‘মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল।’

মেট্রোরেল ছিনতাই আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম