Logo
Logo
×

রাজধানী

কারফিউ শিথিলের পর রাজধানীতে যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:০৩ পিএম

কারফিউ শিথিলের পর রাজধানীতে যানজট

কারফিউ শিথিল হওয়ার পর রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। ৩ দিন সাধারণ ছুটি থাকার পর আজ খুলল সব অফিস-আদালত। ফলে বেড়েছে যানজটও।

বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট দেখা গেছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।

মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও। গণপরিবহণ না পাওয়ায় এবং যানজটের কারণে অফিসগামী যাত্রীরা বিপদে পড়েছেন।

কারফিউ শিথিলের সময়ে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে। তবে যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন তারা।

কারফিউ শিথিল রাজধানী যানজট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম