‘কখন যে আমাকে মেরে ফেলে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশ্রয় চাই’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের বাসায় ভাঙচুর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাড্ডায় এক কাউন্সিলরের বাসায় ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসার দলিলপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, আলমারি, পরনের জামা-কাপড়, ব্যাংকের চেক, ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ দুটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।
সোমবার সন্ধ্যা ৭টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার হাজি হাসান উদ্দিন সড়কের ১২ নম্বর রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত এসে আমার বাসায় অতর্কিত হামলা চালায়। এ সময় আমার বাসায় থাকা দলিলপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, আলমারি, পরনের জামা-কাপড়, ব্যাংকের চেক, ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আমার দুটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র লুটপাট করে নিয়ে যায়।
পাশাপাশি আমার ইনকাম ট্যাক্সের কাগজপত্র এবং কাউন্সিলর কার্যালয়ের সরকারি মালামালসহ প্রয়োজনীয় দলিলাদি, গুরুত্বপূর্ণ ফাইল, গরিব-দুঃখীদের টিসিবির কার্ড এবং আমার গোডাউনে ইমপোর্ট করে আনা ৫৬ টন বাসমতি চাল লুটপাট করে নিয়ে যায়।
তিনি বলেন, এ মুহূর্তে আমি আমার জীবন নিয়ে শঙ্কায় দিন পার করছি। কখন যে আবার দুর্বৃত্তরা হামলা করে আমাকে মেরে ফেলে। আমি একজন রাষ্ট্রের কর্মচারী কাউন্সিলর হিসেবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশ্রয় চাই। আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অনুরোধ রইল।
