Logo
Logo
×

রাজধানী

মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

তার পরনে ছিল কালো গোলাপী প্রিন্টের জামা, কালো সাদা সালোয়ার ও প্রিন্টের ওড়না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে মালিবাগ রেলগেটের পশ্চিম পাশে রেললাইনে অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কা লাগে। এতে মাথার পেছনে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পরে খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

মালিবাগ রেলগেট ট্রেন ধাক্কা নারী মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম