ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮:২৮ পিএম
ফেনীতে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
ওসমান গনি লিটন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস যুগান্তরকে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, গুলি চালানো ব্যক্তি ছিলেন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন। মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।