Logo
Logo
×

রাজধানী

পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:০২ এএম

পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহণের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি ওই রিকশার চালক।

পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ জানিয়েছেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম। 

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম